Thursday, April 9, 2009

যদি দেশের সমস্ত অনাথ দের উপর আল্লাহ এমন রহম করতো! by Mr. ANIK

জিয়ার মৃত্যুর পর যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে ছেড়া গেঞ্জী এবং ভাঙা সু্টকেসের কাহিনী শুনে কান্নার রোল ছড়িয়ে পড়ে ছিল ঘরে ঘরে । অফিস আদালত থেকে কোর্ট কাচারীতে একই প্রশ্ন ছিল এই স্বল্প শিক্ষিত অসহায় বিধবার প্রতিদিনের অন্ন যোগাড়, মাথা গোঁজার এতটুকু ঠাই, এতিম সন্তানদের পড়াশোনার ব্যয় কিভাবে নির্বাহ হবে । কিন্তু রাখে আল্লাহ মারে কে? সেই সময় তার পাশে হাত বাড়িয়ে দিয়েছিল কোমল মনের এরশাদ সাহেব । মাথা গোঁজার জন্য দিলেন বাড়ি। মাত্র ৫ টি টাকার নোটের বদলে নিরাপদ সেনানিবাসের এলাকায়।

এরপর এই মহীয়সী নারীর উপর উপরওয়ালার মেহেরবানীতে বরকতের দুয়ার খুলে গেল । মাত্র দুই যুগের কিছু সময়ে বছরে ১৩ লাখ টাকা আয়ের একটি পরিবার এবং পোনে চার কোটি টাকার সম্পত্তির মালিক বানিয়ে দিলেন উপরওয়ালা।

দেশের হাজারও এতিম গরীব বিধবারা নামাজের সেজদায় কত পড়ে । আল্লাহ কে ডাকে। তাদের কপাল খোলে না । মঙ্গায় বন্যায় তারা ধু্ঁকে ধুঁকে মরে । খালেদা জিয়ার উপর যে রকম রহমত নাজিল হয়েছে যদি একই রকম রহমত তাদের উপর নাজিল হতো, বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফের কাছে হয়তো আমাদের হাত পাততে হতো না ।


চলুন এক নজরে দেখি রহমতের কিছু নজির:
----------------------------------------------------------------
মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত গত ৬ নভেম্বর জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী খালেদা জিয়ার


সম্পদের প্রকৃত পরিমাণ : ৩,৭৩, ৪৭, ৫৩৫.০০ টাকা
বছরে তাঁর মোট আয় : ১২, ৯৭, ১৮৩.০০ টাকা
ক. বছরে বাড়ি ভাড়া থেকে আয়: ৫, ২৩, ৮০০.০০ টাকা
খ. ব্যাংকে রাখা আমানত থেকে সুদ: ৭,৭৩, ৩৮৩.০০ টাকা

মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ পর্যন্ত তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে
ক. হাতে নগদ (ক্যাশ): ৩৬,৫২, ৮৪৫.০০ টাকা
খ. ব্যাংকে জমা আছে: ২,৭৫, ৪২, ২৮৫.০০ টাকা
গ. ‌১৬০০ সিসি মোটর কার,
ঘ. টয়োটা জিপ,
ঙ. নিশান জিপ
দাম দেখান হয়েছে কেনার সময়ের: ৫৪, ৪৫,০০০.০০ টাকা

চ. স্বর্ণ: তাঁর ৫০ তোলা স্বর্ণালংকার আছে, যা বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন খালেদা জিয়া।
ছ. ইলেক্ট্রনিকসামগ্রী: ৪, ৩৫,০০০ টাকার
জ. আসবাব: ২, ৬০,০০০ টাকার

খালেদা জিয়ার গৃহসম্পত্তির মধ্যে
ঝ. ৬ শহীদ মইনুল সড়কের বাড়ি: ৫.০০ টাকা
ঞ. ১৯৬, গুলশান এভিনিউর বাড়ি(অর্জনকালীন মূল্য): ১০০.০০ টাকা

জমি
চ. উত্তরা থানার উত্তরখানে আট শতাংশ জমি: ৩, ৩০০০.০০ টাকা
ছ. সাভারে ১৭৬৮ অযুতাংশ জমি

ঋণ এবং ব্যয়:
ক. তাঁর কোনো ঋণ বা দায় নেই।
খ. বাৎসরিক মোট ব্যয়:
তিন লাখ টাকা। এর মধ্যে ব্যক্তিগত ভরণ-পোষণ এক লাখ ২০ হাজার টাকা। যানবাহনসংক্রান্ত যাবতীয় খরচ ৮৪ হাজার টাকা এবং উৎসবসহ অন্যান্য বিশেষ ব্যয় ৯৬ হাজার টাকা।

No comments: